গ্রামের প্রাইমারি স্কুল। স্কুলে কচি কাঁচারা পড়তে আসে। পড়ুয়ার সংখ্যা খুব একটা বেশি নয়। কিন্তু সেই অল্প পড়ুয়াদের খাবার অর্থাৎ মিড-ডে মিলের হাল দেখলে আপনার কান্না চলে আসবে। একজন অভিভাবক স্কুলে এসে দেখালেন সেই ছবিটা। দেখুন থলে উপুড় করে দেওয়ায় কী কী বেরোল। কিছু পেঁয়াজ, কিছু লঙ্কা আর দুটি হলুদের প্যাকেট। আর একটি প্যাকেটে অল্প পরিমাণ ডাল। আর এই যে পাশে দেখছেন একপাল পড়ুয়া, এদের সবার মিড-ডে মিলের রান্না হবে নাকি এই অল্প পরিমাণ জিনিস দিয়ে। ভাবুন একবার, পরিস্থিতি কী।