সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতেই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। টানা ৩ বার ওই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন তিনি। তৃণমূলে থাকাকালীন সুব্রত সাহার হয়ে প্রচারে এসেছিলেন শুভেন্দু। তাতে জয়লাভও করেন সুব্রত সাহা। এরপরেই শুভেন্দু দাবি করেন, "২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে দিল্লিতে আমার পরিচিতি বাড়ছিল, দিল্লি থেকে ফিরতে বলেন মমতা। কারণ, লোকসভায় ভাল ভাল প্রশ্ন করছিলাম, পরিচিত পাচ্ছিলাম, তাতে দেশে পরিচিতি হবে। " তৃণমূলনেত্রী নিজেকে ছাড়া কাউকে পছন্দ করেন না বলে অভিযোগ করেন শুভেন্দু। সেইসঙ্গে বিরোধী দলনেতার সংযোজন, এখন অবশ্য ভাইপো আরও প্রিয় হয়েছে তৃণমূলনেত্রীর। শুভেন্দুর কথায়, "নিজেকে ছাড়া কাউকে পছন্দ করেন না, এখন ভাইপোকে পছন্দ করছেন, উত্তরসূরী।'