গরু ফেলেই রাতারাতি পালিয়েছেন। দু'দিন সেই গরু ছিল ঘরবন্দি। অভুক্ত অবলা প্রাণীর দড়ি খুলে দেয় বিএসএফ। তারপর ফিরে আসেন মালিক। গরুকে খাবার দিয়েই তিনি আবার ফিরে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। ছবিটা মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ডিগরি গ্রামের।