মুর্শিদাবাদের একেবারে হিংসার অকুস্থলে পৌঁছে গেল bangla.aajtak.in। সদ্য হিংসার ক্ষত চারদিকে দগদগে ধুলিয়ানে। সেখানেই দেখা মিলল, একটি ভাঙাচোরা শিবমন্দিরের। সদ্য ভাঙা হয়েছে মন্দিরটি, দেখেই বোঝা যাচ্ছে। হিন্দুদের দিয়েই মন্দির ভাঙানো হয়েছে? গ্রাউন্ড জিরোতে গিয়ে যা দেখা ও শোনা গেল। নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়া আটকাতে বিভিন্ন সম্প্রদায় ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বুথ স্তরে তৈরি করে দেওয়া হয়েছে শান্তি কমিটি। কোনও রকম অশান্তি বা গুজবের খবর মিললে তা পুলিশের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়েছে কমিটির উপরে। কমিটির মাথায় বসানো হয়েছে, স্থানীয় স্তরে গ্রহণযোগ্য কোন ব্যক্তিকে।