এটা কি বাংলায় মুর্শিদাবাদ? নাকি হিংসাকবলিত কাশ্মীর? ওরা কারা, নির্বিচারে ইট ছুড়ছে। সুবে বাংলার রাজধানীতে এখন হিংসার কালোমেঘ। খুন, বাড়িতে আগুন, ইট পাথর ছোড়ার মতো একের পর এক ঘটনা। মুর্শিদাবাদে নামাতে হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই ভিডিওটি গত ১১ এপ্রিলের। দেখুন, কীভাবে, সন্ত্রাসের সৃষ্টি করছে কিছু মানুষ।