শান্তিনিকেতন ডাকঘরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে তৈরি হল ডাকঘর সংগ্রহশালা৷ এই প্রথম কবিগুরুকে নিয়ে স্থায়ী সংগ্রহশালা তৈরি করল ডাক বিভাগ৷ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তৈরি সমস্ত ডাক টিকিট প্রদর্শীত হচ্ছে। রয়েছে গুরুদেবকে নিয়ে তৈরি বিদেশি ডাক টিকিটও। সংগ্রহশালাটি তৈরি করল শান্তিনিকেতন ডাকঘর। "ছায়াবীথি" নামক এই সংগ্রহশালায় কণিকা বন্দ্যোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, শান্তিদেব ঘোষ প্রমুখদের নিয়ে তৈরি ডাক টিকিট স্থান পেয়েছে৷ এদিন এই সংগ্রহশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল জে চারুকেশি, পদ্মশ্রী প্রাপ্ত চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়, জেনারেল পোস্ট মাস্টার নিরাজ কুমার প্রমুখ ৷