শ্রীধাম শান্তিপুর নৃসিংহপুর কালনাঘাট অতি পরিচিত এবং প্রসিদ্ধ। প্রায় ৪৮ বছর আগে পবিত্র মকর সংক্রান্তি তিথিতে ৫২ হাত কালী পুজোর সূচনা হয়েছিল এখানে। প্রত্যেক বছর অসংখ্য সাধুসন্ত মায়ের পিঠস্থানে দিনরাত এক ভাবে হোম যজ্ঞ করে থাকেন। মায়ের আরাধনার ক্ষেত্রে রয়েছে বিশেষ কিছু চিরাচরিত নিয়ম, পৌষ সংক্রান্তির দিন নিশি রাতে ছোট কালী প্রতিমা পুজিত হওয়ার পরে সাথে সাথেই তাকে নিরঞ্জন করে দেয়া হয়। আর ৫২ হাত উচ্চতার বৃহৎ কালী প্রতিমাকে দশ দিন ধরে রেখে দেওয়া হয়। ভাগীরথী নদীর তীরে বিপুল জায়গায় জুড়ে বসে ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা। দশ দিন ধরে অসংখ্য মানুষের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এই মেলা।