ফুচকা খেতে কে না ভালোবাসে বলুন। কিন্তু সেই ফুচকা খেয়ে যদি জীবন সংকট দেখা দেয় তাহলে? হ্যাঁ, ফুচকা খেয়ে অসুস্থ একই গ্রামের 32 জন বাসিন্দা ৷ ফুচকা খাওয়ার কয়েক ঘণ্টা পরে থেকে সকলের পেটে ব্যথা শুরু হয়, সঙ্গে বমি। এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার দোবিলে এলাকায়। জানা গিয়েছে, প্রতিদিনই স্থানীয় ওই বিক্রেতা গ্রামে ফুচকা বিক্রি করতে আসেন । শুক্রবারও গ্রামে ফুচকা বিক্রি করতে এসেছিলেন ৷ সেই ফুচকা খেয়েছিল বেশ কয়েকজন গ্রামবাসী৷ তারপরেই একে একে অসুস্থ হয়ে পড়ে তারা ৷
আনুমানিক রাত্রি 11টার পর গ্রামের বেশ কয়েকজনের পেটে যন্ত্রণা এবং বমি শুরু হয়। তাড়াতাড়ি অসুস্থদেরকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। বেশ কয়েকজনকে ভর্তি রেখে চিকিৎসা করা হয় । ফুচকা খাওয়ার পরে বিষক্রিয়া থেকে অসুস্থ হয়ে যান বলে অনুমান এলাকাবাসীর ৷