মহাষষ্ঠীতে কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বাংলায় সকলকে শুভেচ্ছাবার্তা জানান। বিজেপির আদর্শে দেশজুড়ে আজ মহিলাদের শশক্তিকরণের অভিযান চলছে। জনধন,বেটি বাঁচাও-বেটি পড়াও অভিযান, মুদ্রা যোজনা, গর্ভাবস্থায় বিনামূল্যে চিকিৎসা,প্রতিটি ক্ষেত্রেই মহিলাদের শশক্তিকরণের কাজ চলছে। মা দুর্গা দুঃখ, দারিদ্র, দুর্গতি দূর করেন। সেজন্য কোনও গরিবের দুর্গতি দূর না করলে দুর্গাপূজো সম্পূর্ণ হয় না। দেশের নারীদের সম্মানরক্ষায় বিজেপি সরকার বদ্ধপরিকর। এখন দুষ্কর্ম করলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, দুর্গাপুজোয় মোাদীর কড়া বার্তা।।