ঐতিহাসিক যুগ থেকেই বার্তা প্রেরণের মাধ্যম হিসেবে কখনও উঠে এসেছে ঘোড়া আবার কখনও পায়রা। বিবর্তনের মধ্য দিয়ে আধুনিক মানব সভ্যতায় জায়গা করে নিয়েছে টেকনোলজি । যন্ত্রনির্ভর সভ্যতায় যান্ত্রিকতা কেড়ে নিয়েছে আবেগ। এইতো কিছুদিন আগেও যখন মোবাইল ঘরে ঘরে পৌঁছায়নি নববর্ষের শুভেচ্ছা বার্তার জন্য একমাত্র মাধ্যম ছিল গ্রিটিংস কার্ড, হাজারো রকম পসরা সাজিয়ে রাস্তার মোড়ে মোড়ে দেখা যেত ছোট ছোট গিটিংস কার্ডের দোকান। ভীড় উপচে পড়ত ক্রেতাদের । ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের যুগে গ্রিটিংস কার্ড এখন অস্তিত্ব সঙ্কটে।