২০১০ সালের পর থেকে তৈরি হওয়া প্রায় ৫ লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এই রায় দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চে। তাঁদের নির্দেশ, যাঁরা ২০১০ সালের পর থেকে ওবিসি সার্টিফিকেট পেয়েছেন, তাঁদের আর ওবিসি বলে গণ্য করা হবে না। যদিও OBC সার্টিফিকেট বাতিলের এই রায়কে তিনি মানবেন না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।