লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি প্রায় পড়েই গেছে। BJP-কে ঠেকাতে ইন্ডিয়া জোট সমস্ত দ্বন্দ্বকে পিছনে সরিয়ে এক ছাতার নিচে এসে কাজ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। কীভাবে সিট রফা করা সম্ভব হবে, সেই নিয়েও কিন্তু দফায় দফায় বৈঠক চলছে। এখন কথা হল ইন্ডিয়া জোটের মুখের দৌড়ে কে এগিয়ে? এই দৌড়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নাকি নীতিশ কুমার এগিয়ে? বড় চমক উঠে এল জনমত সমীক্ষায়। সমীক্ষা বলছে, 34 শতাংশ মানুষ রাহুল গান্ধীকে বিরোধী জোটের মুখ হিসেবে দেখতে চান। এদিকে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আম আদমি পর্টি নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে জোটের মুখ হিসেবে দেখতে চান 13 শতাংশ মানুষ। এরপর তালিকায় আছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। তাঁকে জোটের মুখ হিসেবে পছন্দ করছেন 10 শতাংশ মানুষ। এই তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।