তৃণমূলের কাছে 21 জুলাইর একটা আলাদা অর্থ রয়েছে। প্রত্যেক বছর রোদ ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে TMC সুপ্রিমো রীতিমতো ঝাঁঝালো ভাষণ দেন। সেখান থেকে পরবর্তী যাবতীয় রূপরেখা তৈরি করে দেন। তবে এই শহিদ দিবসকে নিয়ে বিরোধীরা বহু কটাক্ষ করেন। কেউ বলেন ডিম ভাত দিবস। তবে কয়েকজন TMC 26র আগে শেষ 21 জুলাই-এ যা করলেন তাতে দলের অস্বস্তি যে বাড়ল, তা আর বলার অপেক্ষা রাখে না।