আপন হাত জগন্নাথ স্ট্রেচারেই মাস্ক খুলে যাওয়ায় ঠিক করছেন স্বয়ং পরিবারের লোকজন বেহাল পরিস্থিতি মালদা মেডিকেল কলেজ চত্বরে এক ভয়াবহ দৃশ্য উঠে এলো। যেকোনও দিন মালদা মেডিকেল কলেজ চত্বরে গেলেই দেখা মেলে, স্ট্রেচারে শুয়ে রোগী। কারো মুখে লাগানো অক্সিজেন মাস্ক। স্ট্রেচারেই সেই মাস্ক খুলে যাওয়ায় তা ঠিক করছেন কোন মেডিকেল কর্মী নন,স্বয়ং পরিবারের লোকজন। অধিকাংশ মানুষই জানেন না,কি করে লাগাতে হয় অক্সিজেন মাক্স,বা নিয়ন্ত্রণ করতে হয় অক্সিজেনের গতি। কিন্তু কোনও উপায় নেই তাই বাধ্য হয়েই এই কাজ করেন পরিবারের লোকজন।