পুরুলিয়ার বলরামপুর ব্লকের দেউলী গ্রামের কৃত্তিবাস কুমার পেশায় একজন এন ভি এফ পুলিশকর্মী। কিন্তু তার পরিচয় এখানেই থেমে নেই। ডিউটির কড়া দায়িত্ব সামলে, ছুটির পরেই বাড়িতে গিয়ে শিল্পী সত্ত্বা জেগে ওঠে তাঁর মধ্যে। নিপুণ হাতে গড়ে তুলছেন একের পর এক মনোমুগ্ধকর মূর্তি। কখনও মানবমূর্তি, কখনও দেবদেবীর প্রতিমা — তার হাতের ছোঁয়ায় মাটির ঢেলা যেন প্রাণ পায়।