গোপন সূত্রে খবর পেয়ে রবিবার, জুলাই গভীর রাতে India Bangladesh সীমান্তবর্তী Murshidabad র রানিনগর থানার পুরাতন ডিগ্রি এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় তিন যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় আটক করে পুলিশ।