অনাবৃষ্টির কারণে একদিকে যেমন উৎসবে ভাঁটা পড়েছে, ঠিক তেমন ব্যাহত হয়েছে সাধারণ জনজীবন। চাষের মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার থেকে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আগামী ৫ দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে, ফলে কমে যাবে দৃশ্যমানতা। তবে এখানেই শেষ নয়! আগত সামুদ্রিক ঝঞ্ঝার কারণে ১৯শে নভেম্বর থেকে আবারও দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হতে পারে এবং সাথে বৃষ্টির সম্ভাবনাও থাকছে। মৃৎ শিল্পীদের মাথায় হাত আগামী রাস উপলক্ষে নেওয়া অর্ডার ঠিকঠাক সময় ডেলিভারি দিতে পারার বিষয় নিয়ে।