পৌষমেলা করার দাবিতে শান্তিনিকেতন ট্রাস্টকে চিঠি দিয়েছে বোলপুর ব্যবসায়ী সমিতি ও পৌষমেলা বাঁচাও কমিটি। তার পরিপেক্ষিতে মঙ্গলবার ভার্চ্যুয়াল বৈঠকে বসে ট্রাস্ট কতৃপক্ষ। সেখানে সিদ্ধান্ত হয়েছে, বিশ্বভারতী কতৃপক্ষ পৌষমেলা আয়োজন করবে কিনা তা জানতে তাদের চিঠি দিয়েছে শান্তিনিকেতন ট্রাস্ট। কারন মেলা ট্রাস্টের হলেও তা আয়োজন এবং পরিচালনা করে থাকে বিশ্বভারতী কতৃপক্ষ। এমনকি মেলার মাঠ চারদিনের জন্য বিশ্বভারতীকে ভাড়া দেয় ট্রাস্ট। এই বিষয়ে ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন', করোনার কারনে যদি না হয় তাহলে কিছু করার নেই। কিন্তু উপাচার্য চাইলে মেলে হতেই পারে। মেলা হলে সবার ভালো লাগবে।'