একটানা কয়েকদিন বৃষ্টির পর কিছুটা বিরতি। আলিপুর আবহাওয়া দফতর রবিবার জানায়, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। মৌসুমী অক্ষরেখা দিল্লির উপর দিয়ে বিস্তৃত। সেটি ভাটিণ্ডা, রোহতক, দিল্লি, বরেলি, লখনৌ, পাটনা, বাঁকুড়া এবং দিঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে, সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে।