পুজো মিটতে না মিটতেই ফের রুদ্রমূর্তি ধারণ করে প্রকৃতি। আর তার ফলাফল দেখা গিয়েছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ ঘূর্ণাবর্ত হিসেবে রয়েছে বিহারে। শক্তি ক্ষয় করে উত্তর-পূর্ব বিহারে ঘূর্ণাবর্ত। এক্ষেত্রে মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের কিছু এলাকায় হতে পারে বৃষ্টি। উপরের দিকের জেলাগুলিতে সম্ভাবনা কিছুটা বেশি থাকবে।