নন্দীগ্রামে হবে রাম মন্দির। ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঠাকুরচক থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা, বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। শোভাযাত্রা শেষে তিনি বলেন "এবার নন্দীগ্রামেও রাম মন্দির তৈরি করা হবে। ৬ এপ্রিল রাম নবমীর দিন ভিতপুজো করে মন্দির তৈরির কাজ শুরু হবে। নন্দীগ্রামের সোনাচূড়ায় তাঁর নিজের আড়াই বিঘা জমিতে জমিতে রাম মন্দির তৈরির পাশাপাশি আয়ুবের্দিক চিকিৎসা কেন্দ্র, সনাতনীদের জন্য গেস্ট হাউস তৈরি করা হবে।