রামপুরহাটে বগটুই গ্রামে সোনা শেখের বাড়িতেই পুড়িয়ে মারার ঘটনা ঘটে। সেই সোনা শেখের দিদি হাসিনা বিবি যিনি সে দিনের ঘটনাটি দেখেছেন বলে দাবি করলেন। ঠিক কী ঘটেছিল বগটুই গ্রামে ওইদিন রাতে? সোনা শেখের দিদি হাসিনা বিবি যা জানাচ্ছেন।