ডানকুনির পর এবার চণ্ডীতলা। আবার ও রেশন সামগ্রীর বেআইনি পাচার ধরল পুলিশ! উদ্ধার মোট ৩৭ হাজার ৫০০ কেজি চাল ও আটা। ঘটনায় তিনজনকে আটক করেছে চণ্ডীতলা থানা। পাশাপাশি ভিন রাজ্যের নাম্বার প্লেট লাগানো একটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন চণ্ডীতলার SDPO তমাল সরকার।