আগামী বছর রাজ্যে Assembly Election। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সব পক্ষ। প্রত্যেক দলের নেতানেত্রীদের তরফ থেকেই উঠে আসছে নানা মন্তব্য-পালটা মন্তব্য। প্রত্যেকেই প্রতিপক্ষের উদ্দেশ্যে করছেন কটাক্ষ, দিচ্ছেন হুঁশিয়ারি। এবার Tarakeshwar র তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে একহাত নিলেন BJP র সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী Sukanta Majumdar।