আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় রায়ে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। মোট ১৬০ পাতার রায় ঘোষণা করেছেন বিচারক অনির্বাণ দাস। সিবিআইয়ের চার্জশিটে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্ত হিসেবে খালি সঞ্জয়ের নামই ছিল। বিচারকের পর্যবেক্ষণে সমস্ত প্রশ্নের জবাব রয়েছে। ৩টি ধারা যোগ করা হয়েছে। আইনজীবীরা বলছেন, 'আমরা চাই সর্বোচ্চ সাজা পাক দোষী'।