'আমি অপরাধ করলে ঘটনাস্থলেই আমার রূদ্রাক্ষের চেন ছিঁড়ে যেত,' বিচারককে যুক্তি দিল সঞ্জয় রায়। শনিবার আরজি কর খুন-ধর্ষণের মামলায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত। রায় ঘোষণার পরেই সঞ্জয়ের বক্তব্য আছে কিনা জানতে চান বিচারক অনির্বাণ দাস।