আরজি কর-কাণ্ডের প্রতিবাদ করায় বিরোধীদের চামড়া তুলে নেওয়ার নিদান তৃণমূল নেতার। মালদার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশি বিরোধীদের চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছেন। সহ-সভাপতি আবার হুঁশিয়ারি দিয়েছেন, রাস্তায় ফেলে মারার। আব্দুর রহিম বকশি বলেছেন,'মালদার মানুষ বিরোধীদের সঙ্গে নেই। সাধারণ মানুষের মধ্যে ঢুকে আমাদের পতাকা ছিঁড়ে অশান্তি লাগানোর চেষ্টা করছিল। ওদের চক্রান্ত মানুষ বুঝে গিয়েছে। ওরা যদি ভেবে থাকে, তৃণমূল দুর্বল তাহলে ভুল করছে! আমাদের একটা পতাকার বদলে সিপিএম বিজেপির ৫০ জনের চামড়া তুলে দিতে পারি'। মালদা উত্তরের বিজেপি সংসদ খগেন মুর্মুর প্রতিক্রিয়া,'এটাই তৃণমূলের সংস্কৃতি। হুমকি দেওয়া ওদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে'।