দেউচা-পাচামিতে প্রস্তাবিত কয়লা খনি বিরোধী পথসভা আগেই আটকে দিয়েছিল পুলিশ। আটক করা হয়েছিল সিপিআইএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ সহ তিন জনকে৷ শনিবার সেই মিছিল যাতে বোলপুর থেকে পাঁচামি যেতে না পারে তার জন্য ইলামবাজারে রাস্তা অবরোধ করল আদিবাসীরা। কয়েকশো আদিবাসী রাস্তা অবরোধ করে বসে পরে। তার জানিয়ে দিয়েছে মিছিল কোন ভাবেই পাঁচামি যেতে দেওয়া হবে না।