রাজ্যে কিছু কিছু এলাকা রয়েছে যেখানে বাংলাদেশি ও রোহিঙ্গাদের বসবাস প্রায় 40 শতাংশের কাছাকাছি। আর এই কারণে পরিবর্তিত হচ্ছে রাজ্যের জনসংখ্যার ধরনেরও। হিজাব পরিহিত এক মহিলাকে এই মন্তব্য করতে শোনা গিয়েছে। এই ভিডিওটি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই মহিলাকে বলতে শোনা গিয়েছে কলকাতার ভবানীপুর মেটিয়াবুরুজ, চেতলা, ভবানীপুরে এরকম অনেক জায়গা আছে যেখানে বাংলাদেশি ও রোহিঙ্গারাদের বসবাস প্রায় 40 শতাংশ। তাঁর অভিযোগ, এই সব বাংলাদেশি ও রোহিঙ্গারা এসে রাজ্যের সরকারি চাকরি হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে।