অবশেষে সন্দেশখালি পৌঁছলেন শুভেন্দু অধিকারী, সঙ্গে শঙ্কর ঘোষও। গ্রামবাসীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানায়। সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে আটকে দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এদিকে কলকাতা হাইকোর্ট অনুমতি দিলেও শুভেন্দু অধিকারীকে ধামাখালি থেকে পথ ছাড়েনি পুলিশ। পুলিশের দাবি, তাদের কাছে এখনও নির্দেশের কপি আসেনি। সেই কারণে, তাদের তরফে ছাড়া হচ্ছে না। তবে কিছুক্ষণ পরই পুলিশ ছেড়ে দেয় শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষকে। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রধান বিচারপতি এই নির্দেশ দেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ, শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষকে সন্দেশখালি যেতে পারবেন। তবে আর কোনও প্রতিনিধি যেতে পারবেন না।