কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো হচ্ছে। এব্যাপারে ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশের যশোরে পুলিশ-আর্মি দিয়ে পুজো হচ্ছে আর এপার বাংলার কলকাতাতেও পুলিশ দিয়ে পুজো হচ্ছে। তাও হাইকোর্টের হস্তক্ষেপে। মডেল এক। শুভেন্দু অধিকারী বলেন, ৩৯ শতাংশ হিন্দু ভোট দিয়েছে, পশ্চিমবঙ্গের আর ৫ থেকে ৬ শতাংস হিন্দুকে বলবো দয়া করে বাড়ি থেকে বেরিয়ে ভোট করুন। হিন্দু সরকার হবে, জিহাদিমুক্ত বাংলা করব।