দফায় দফায় প্রবল বর্ষণের জেরে জলমগ্ন হাওড়া টিকিয়াপাড়া কারশেড (Tikiapara Carshed)। ব্যাহত ট্রেন চলাচল। পূর্ব রেল সূত্রে খবর এখনও পর্যন্ত হাওড়া মালদা স্পেশাল ট্রেনটিকে নির্ধারিত সময়ের দেরিতে ছাড়া হবে। এছাড়াও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত ঢুকবে অথবা ওই স্টেশন থেকে ছাড়বে। মঙ্গলবার সকাল থেকে সেভাবে আর বৃষ্টি না হলেও হাওড়া শহরে বিস্তীর্ণ অঞ্চলে একাধিক জায়গায় জল জমার কারণে ব্যাহত জনজীবন । অলিগলি তো রয়েছেই, বিভিন্ন রাজপথও জলের তলায়। সব মিলিয়ে বৃষ্টি থামলেও ভোগান্তির ছবি একই ভাবে ধরা পরল হাওড়া শহরে ।