নিম্নচাপের জেরে ঘ্যানঘ্যানে বৃষ্টি পিছুই ছাড়ছে না বাংলার। আগামী কয়েকটা দিন দুর্যোগকে সঙ্গে নিয়েই আপনার দিন কাটবে। তাই মৎসজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কেমন থাকবে আগামী কয়েকটা দিন? সেই আপডেট দেবো।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সাতদিন দক্ষিণ ও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা প্রবাহ এবং মৌসুমি অক্ষরেখার পশ্চিমবঙ্গমুখী সরে আসার ফলে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।