ঝুলনের ঐতিহ্য ও সংস্কৃতি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে বাঙালি। বিশেষ করে শহরাঞ্চলে এর মহিমা ও ঐতিহ্য সম্পর্কে অবহিত নন অনেকেই। অনেকেই ঝুলনের কাহিনী এখন ইউটিউবে শোনেন। নিজের হাতে তৈরি করেন না আর। অথচ এক-দেড় দশক আগেও শিলিগুড়ির মতো শহরে ঝুলনের রমরমা থাকলেও আজ অস্তমিত।