রেস্তোরাঁ কিংবা বারে বসে সুরা পান করে বেসামাল ? চিন্তা নেই আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার দ্বায়িত্ব নেবে পুলিশ। মূলত রাতে শহরে পথ দুর্ঘটনা রুখতে নতুন পদক্ষেপ নিচ্ছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। শীঘ্রই প্রতিটি বার ও রেস্তোরাঁতে তৈরি হবে মনিটরিং টিম। করোনা পরিস্থিতি স্বভাবিক হতেই আবার শহরের অধিকাংশ রেস্তোরাঁ কিংবা বারে ভিড় বাড়ছে সুরা প্রেমীদের। তার ওপর সামনেই রয়েছে বড়দিন এবং ইংরেজি বর্ষবরণ। তাই মদ্যপ অবস্তায় যাতে কেউ পথ দুর্ঘটনার শিকার না হয় তার জন্য অভিনব উদ্যোগ নিচ্ছে পুলিশ। এবার থেকে রেস্তোরাঁ কিংবা বারে বসে সুরা পান করার পর নেশাগ্রস্ত অবস্থায় থাকলে যদি কেউ গাড়ি চালাতে সক্ষম না থাকে সেক্ষেত্রে তাকে বাড়ি পৌঁছে দেবে পুলিশ। বুধবার শিলিগুড়ির জলেশ্বরী বাজারে রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনই ঘোষণা করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।