রাজ্যে SIR-এর কাজে কোনও অস্থায়ী ও চুত্তিভিত্তিক কর্মীকে deta entry অপারেটারের কাজে লাগানো যাবে না। এই মর্মে সম্প্রতি নির্দেশিকা জারি করেছেন Election Commission । কিন্তু কমিশনের সেই নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে BDO অফিসের ভিতরে বসে SIR-এর ডেটা এন্ট্রির কাজ করতে দেখা গেল এক শ্রেণীর অস্থায়ী কর্মীদের। তবে ক্যামেরা দেখেই তড়িঘড়ি অফিস থেকে বাইরে বেরিয়ে যান তাঁরা। এমনকী এনিয়ে কোনও মন্তব্যও করতে চাননি তাঁরা। jalpaiguri dhupguriর BDO অফিসে ধরা পড়েছে এই ছবি। বিষয়টি স্বীকার করেছেন একজন অস্থায়ী কর্মী। যদিও তিনি SIR-এর কাজে যুক্ত ছিলেন না।