জঙ্গলমহলের ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকা আদিবাসী শবর সম্প্রদায়ের রানিবাঁধ ব্লকের কয়েকটি গ্রাম। উন্নয়নের আলো যেখানে আজও অধরা, সেই গ্রামগুলিতে হঠাৎ হাজির হয়েছে SIR ফর্ম। আর সেই কাগজটিই এখন শবর সম্প্রদায়ের মানুষের নতুন আতঙ্ক। লেখাপড়া নাজানা গ্রামবাসীরা বুঝতেই পারছেন না, এই ফর্মে কী লিখবেন, ভুল হলে কী হারাবেন। প্রশাসনের প্রকল্প নয়, আতঙ্কই যেন পৌঁছে গিয়েছে সবার আগে।