SIR শুরু হতেই রাজ্যজুড়ে যেন মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছে। 2002 এর ভোটার লিস্টে নাম নেই এই আতঙ্কে বহু ভোটার মারা যাচ্ছেন। তেমনি SIR ফর্ম সংক্রান্ত বিষয়ে যে সকল BLO-রা যুক্ত রয়েছে তারাও এই কাজের চাপে শেষ করে দেওয়ার চরম পথ বেছে নিচ্ছেন। কেউ কেউ আবার অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। SIR নিয়ে গোটা রাজ্যজুড়ে যেন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই আতঙ্কের পরিবেশের মধ্যে এবার SIR এর জন্য এনামুরেশন ফর্ম বিলি থেকে ফর্ম তোলা এই টানা কাজের চাপের জেরে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা BLO। বমি, পায়খানা নিয়ে তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছেন।