SIR শুরু হতেই রাজ্যজুড়ে যেন মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছে। 2002 এর ভোটার লিস্টে নাম নেই এই আতঙ্কে বহু ভোটার মারা যাচ্ছেন। তেমনি SIR ফর্ম সংক্রান্ত বিষয়ে যে সকল BLO-রা যুক্ত রয়েছে তারাও এই কাজের চাপে শেষ করে দেওয়ার চরম পথ বেছে নিচ্ছেন। কেউ কেউ আবার অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। SIR আবহে রাজ্যজুড়ে যখন অতিরিক্ত কাজের চাপ নিয়ে বিতর্ক তুঙ্গে, ঠিক তার আগেই BLO-র বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। রাতের অন্ধকারে BLO-র BLO বাড়িতে ইট ছোঁড়া থেকে শুরু করে দরজায় লাথি মেরে হুমকির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনা সামনে আসতেই এলাকায় উত্তেজনার পারদ চড়ছে।