রাজ্যে SIR শুরু হবে কয়েকদিনের মধ্যেই, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। SIR হলে মতুয়া সম্প্রদায়ের মানুষ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি TMCর। পাল্টা মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য, SIR-এ একবারের জন্যেও যদি নাম কাটা যায়, নাগরিকত্ব পাওয়ার পর আবার ভোটার তালিকায় নাম উঠবে। কারও ভয় পাওয়ার কিছু নেই। অর্থাৎ বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের আগে CAA-র জন্যে আবেদন করার পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।