SIR ইস্যুতে ফরাক্কা বিডিও অফিসে ভাঙচুর ও উত্তেজনার ঘটনায় গ্রেপ্তার হওয়া ছ’জন অভিযুক্তকে অবশেষে জামিন দিল জঙ্গিপুর আদালত। বুধবার আদালতের নির্দেশে তাঁরা জঙ্গিপুর জেল থেকে মুক্তি পান। জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে তাঁদের সংবর্ধনা জানানো হয়। ঘটনাটি বুধবার রাতের।