আপাতত স্বস্তিতে চাকরি হারানো প্রায় ২৬ হাজার জন শিক্ষক ও শিক্ষাকর্মী। কলকাতা হাইকোর্ট প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের রায় ঘোষণা দিয়েছিল। তবে তার উপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, এখনই ওই শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হবে না। মামলার পরবর্তী শুনানি ১৬ জুলাই। সেদিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।