উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর ছায়া কী বাংলায়। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল তৃণমূলের পার্টি অফিস। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত ডাকবাংলার হিমঘর সংলগ্ন এলাকার। পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের অবৈধ পার্টি অফিস ভেঙে দিতে বুলডোজার নিয়ে আসে। পশ্চিমবঙ্গে সম্ভবত এই প্রথম তৃণমূল সরকার বুলডোজার দিয়ে তৃণমূলের দলীয় কার্যালয় গুড়িয়ে দিল। একটি মামলায় কলকাতা হাইকোর্ট তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেওয়ার নির্দেশ জারি করা হয়। সেই অনুযায়ী বুধবার ম্যাজিস্ট্রেট সহ বিপুল সংখ্যাক পুলিশ বাহিনী বারওয়া এলাকায় গিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় তৃণমূল পার্টি অফিস।