বিভিন্ন ইস্যুতে রাজ্য-কেন্দ্র তরজা পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। অনেক সময় মন্তব্য-পালটা মন্তব্যে জড়াতে দেখা যায় কেন্দ্র ও রাজ্যে নেতা মন্ত্রীদের। কখনও কখনও সেই সমস্ত তরজা রীতিমতো চর্চার বিষয় বস্তু হয়ে ওঠে। উঠে আসে সংবাদ শিরোনামে। তবে এবার যা হল, তা সবাইকে কার্যত চমকে দিয়েছে। প্রবল দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। জলপাইগুড়ির নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছেন, বিজেপি সংসদ খগেন মুর্মু। আর এর প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় তরজায় জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।