অন্য কোনও কাজের জন্য কোনওভাবেই যেন রাজ্যের উন্নয়নমূলক কাজগুলি ব্যাহত না হয়। শনিবার, ২২ নভেম্বর Nabanna থেকে রাজ্যের সবসমস্ত DM দের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব Manoj Pant । এই অন্য কোনও কাজ বলতে আদতে কিন্তু রাজ্যজুড়ে চলা SIR বা Voter List র বিশেষ নিহবিড় সংশোধনের কাজকেই বুঝিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।