'পুলিশকে কেউ ভয়-ই পাচ্ছে না,' কুমোরটুলি ঘাটে ট্রলিব্যাগে দেহ ফেলার ঘটনায় প্রশাসনকেই তোপ সুকান্ত মজুমদারের। তিনি বলেন, 'রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ধরণের ঘটনা বাড়ছে।' প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলেই এই ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন নগরপাল মনোজ ভার্মা। তিনি জানান, ঘটনায় ধৃত মেয়ে ও মায়ের নাম ফাল্গুনী ঘোষ ও আরতি ঘোষ। ব্যাগে যাঁর দেহ ছিল, তাঁর নাম সুমিতা ঘোষ। সম্পর্কে তিনি ফাল্গুনীর পিসি শাশুড়ি।