মৈপিঠ কোস্টাল থানার ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের মধ্য গুড়গুড়িয়া গ্রামে মাকড়ি নদীর পাড় হয়ে লোকালয়ে চলে আসে একটি বাঘ। বুধবার সন্ধ্যাবেলা 2 জন বাইক নিয়ে যাওয়ার সময় তাঁদের সামনে পড়ে বাঘটি। বাঘ মামাকে দেখে তখন তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। ওইদুজনের চিৎকার শুনে এলাকার লোকজন লাঠি নিয়ে বেরিয়ে পড়েন। বনদপ্তরকে খবর দেওয়া হয়। বনদপ্তরের লোকজন ঘটনাস্থলে এসে টায়ার জ্বালিয়ে, পটকা ফাটিয়ে বাঘকে তার নিজের জঙ্গলে ফেরানোর চেষ্টা করে।