বহরমপুরে ছাত্রী খুনে অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে নিয়ে বৃহস্পতিবার রাতে মালদায় আসে মুর্শিদাবাদ পুলিশের তদন্তকারী দল। অভিযুক্তকে নিয়ে তদন্তের কাজে শহরের একাধিক এলাকায় যান তারা। পাশাপাশি খুনে ব্যবহৃত ছুরিটি সুশান্ত যে দোকান থেকে কিনেছিল সেই দোকানের খোঁজে নেতাজী পৌর বাজারে যায় তদন্তকারী দলটি। কথা বলেন ওই দোকানের মালিকের সঙ্গে। পুলিশ সূত্রে খবর, সুতাপাকে সরিয়ে ফেলার ছক দীর্ঘদিন ধরেই করছিল সুশান্ত। পাশাপাশি এদিন মৃতার বাবা জানান, মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদে ২০১৭ সালে মালদা মহিলা থানায় সুশান্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল সুতপার পরিবার।