'আমি হিন্দুর হৃদয়ে স্থান নিয়ে ফেলেছি। এই পরিবার নাকি সিপিএমে! প্রমাণ হয়ে গেল এই পরিবার হিন্দুর। মুখ্যমন্ত্রীর ১০ লাখ টাকা প্রত্যাখ্যান করেছেন। আমি ১০ লক্ষ ১ হাজার টাকা দিয়েছি। গ্রহণ করেছে পরিবার'। মুর্শিদাবাদের জাফরাবাদে গিয়ে এই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাল্টা অধীরের কটাক্ষ,'১০ লাখ কেন ১০ কোটি দিতে পারত! টাকা দেওয়া মানে হিন্দু হৃদয় সম্রাট হয়ে যাওয়া নয়'।