'মহম্মদ সেলিম সাম্প্রদায়িক লোক। তিনবার ভোটে হেরেছেন। যতবার দাঁড়াবে ততবার হারবে। ও মমতার এজেন্ট। মমতার কাছ থেকে মাসোহারা পায়'। সিপিএমের রাজ্য সম্পাদককে আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।